Bangladesh

হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে চুক্তি, পছন্দ হলে হোটেলে আসত খদ্দের

ভারতে ফের হাই প্রোফাইল দেহব্যবসার পর্দাফাঁস করল পুলিশ। শুক্রবার উত্তরপ্রদেশের লখনউয়ের গোমতিনগরে বিকাশ খান্দ এলাকার একটি হোটেলে দেহ ব্যবসার কাজে জড়িত থাকার অভিযোগে ২ তরুণীসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, গত বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই হোটেলে আচমকাই হানা দেয়। সেখান থেকে দুই মহিলাসহ বিক্রান্ত সিং নামের ওই ব্যক্তি ধরা পড়ে।

ভারতীয় গণমাধ্যম জানায়, মূলত ফোন, হোয়াটসঅ্যাপে গ্রাহকের সঙ্গে লেনদেন এবং মেয়েদের ছবি আদানপ্রদান করে চুক্তি করত অভিযুক্ত। গ্রেফতার তরুণীরা কলকাতা থেকে এই হোটেলে এসেছিল বলে জানা যায়।

গোমতিনগরের এসএইচও আর এস সোনকার জানান, অভিযুক্ত ফোন করে দিল্লি, মুম্বই থেকে মেয়েদের ডেকে আনত এবং হোটেলের রুম বুক করে গ্রাহকদের ডাকত। বৃহস্পতিবার সন্ধ্যায় দুই তরুণী ওই হোটেলে এসে ৩০৩ এবং ৩০৫ নম্বর রুম বুক করে। খবর পেয়ে পুলিশ বিকেল ৫টা নাগাদ হোটেলে হানা দেয় এবং তিনজনকে গ্রেফতার করে।

এসময় হোটেলের রুম থেকে বেশ কিছু আপত্তিকর সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। এই হোটেলের মালিক এলাহাবাদের এক ব্যবসায়ী বলে জানা গেছে।

Comment here