International

নিউইয়র্কের বহুতল ভবনে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত অন্তত ১

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের একটি বহুতল ভবনে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১০ জুন) দুপুরে সেভেন এইট সেভেন সেভেন্থ এভিনিউয়ের ৫৪ তলার একটি ভবনের ছাদে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ভবনে আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের শতাধিক কর্মী অংশ নেন।

সোমবার দুপুরে নিউ ইয়র্কের ব্যস্ততম ম্যানহাটনের ৫৪ তলার একটি ভবনে হেলিকপ্টার বিধ্বস্তের পর ভবনের ছাঁদ থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। হেলিকপ্টার বিধ্বস্তের সময় প্রচণ্ড শব্দে ভবনটি কেঁপে ওঠে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পরপরই এতে আগুন লেগে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে ভবনটিতে অবস্থানকারীদের মাঝে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের শতাধিক কর্মী অংশ নেন। তাদের তৎপরতায় ভবনে অবস্থানকারীদের অনেককে বের করে নিয়ে আসা হয়।

জরুরি অবতরণের কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা কর্তৃপক্ষের।

টাইমস স্কয়ারের পাশে সেভেন এইট সেভেন সেভেন্থ এভিনিউয়ে অবস্থিত ভবনটিতে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক ও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে।

Comment here